মিরসরাইয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৫ অক্টোবর ২০২৪, ২০:৪০
চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে শাহানা আক্তার (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ শাহানা ওই এলাকার মো: সুমনের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৌমিতা বলেন, ‘শনিবার দুপুরে সাপে কাটা রোগী শাহানা আক্তার এলে তাকে এন্টিভেনম দেয়ার সময় তার মৃত্যু হয়।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, শনিবার দুপুরে শাহানা আক্তার নামে এক সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। প্রথমে ওই নারীকে তারা এলাকার ওঁঝা ও হুজুরদের কাছে নিয়ে সময় নষ্ট করে। সাপে কাটার দুই থেকে তিন ঘণ্টা পর হাসপাতালে নিয়ে আসে। তখন রোগী অবস্থায় খারাপ হওয়ায় এন্টিভেনম দেয়ার সময় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ‘পরিবারের অবহেলার কারণে নারীর মৃত্যু হয়েছে।’
সাপে কাটলে কোনো ওঁঝা বা হুজুরদের কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা