নোয়াখালীতে ভারী বর্ষণে ফের বন্যা পরিস্থিতির অবনতি
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী
- ০৫ অক্টোবর ২০২৪, ১৯:২৯
নোয়াখালীতে মৌসুমি বায়ুর প্রভাবে গত দু’দিন ধরে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির ফের অবনতি ঘটেছে ।
জানা যায়, নোয়াখালীর মাইজদী ও প্রধান বাণিজ্য শহর চৌমুহনীসহ আটটি উপজেলা গত আগস্ট মাসে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে প্লাবিত হয়। জেলার খালগুলো ময়লা আবর্জনায় ভর্তি থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়।
শনিবার (৫ অক্টোবর) নোয়াখালীর বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় গত দু’দিনে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণে ফের রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।
নোয়াখালী জেলা আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে আজ শনিবার বিকেল ৩টা পর্যন্ত ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, মৌসুমি বায়ুর কারণে আরো দু’ থেকে তিন দিন বৃষ্টি হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা