০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`
ফেনীতে জামায়াতের যুব ও কর্মী সমাবেশ

‘ছাত্র-জনতার খুনিরা রেহাই পাবে না’

- ছবি : নয়া দিগন্ত

ছাত্র-জনতার খুনিরা রেহাই পাবে না মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যারা জাতির ওপর ইতিহাসের নির্মম অত্যাচার চালিয়েছে, তাদের কেউই রেহাই পাবে না। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। কোনো অপশক্তি যাতে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’

শুক্রবার (৪ অক্টোবর) সকালে ফেনীর সোনাগাজী উপজেলায় কর্মী সমাবেশ ও বিকেলে ফুলগাজী উপজেলায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

আবদুল হান্নান বলেন, ‘পাড়া-মহল্লায় দাওয়াতি কাজের মাধ্যমে জামায়াতে ইসলামীকে আরো মজবুত করতে হবে। সব পর্যায়ের জনশক্তিকে সমাজকর্মীর ভূমিকা নিয়ে সমাজসেবায় আত্মনিয়োগ করতে হবে।’

উপজেলা সদরের সামি কনভেনশন হলে উপজেলা যুব বিভাগ সভাপতি আবুল কালাম শামীমের সভাপতিত্বে ও সহ-সভাপতি দাউদুল ইসলাম রানার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও ফেনী জেলা যুব বিভাগ সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ফুলগাজী উপজেলা জামায়াতের আমির মো: জামাল উদ্দিন চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফারুক আহাম্মদ আজাদ।

এর আগে, সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে ওয়ার্ড আমির ডা. ইমাম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ নোমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, সোনাগাজী পৌর আমির মাওলানা মোহাম্মদ কালিম উল্যাহ, নায়েবে আমির মাওলানা মোহাম্মদ হোছাইন, পৌর শাখা শূরা সদস্য ও সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড আমির মাওলানা আবু আহমদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement