০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন

মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন - ফাইল ছবি

নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তি দাবি জানিয়েছেন ফেনীর সচেতন নাগরিক সমাজ। তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিবাদ সরকারের দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান।

বুধবার বিকেলে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব চত্বরে ফেনীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নয়া দিগন্ত ফেনী অফিসের স্টাফ রিপোর্টার ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, জামায়াতে ইসলামীর জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, আরটিভি ও যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, আমার সংবাদ প্রতিনিধি ইউসুফ আলী, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান।
এছাড়া দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, শিক্ষক নেতা মহিউদ্দিন খন্দকার, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফ রহমান, একাত্তর টিভি প্রতিনিধি নুরুজ্জামান সুমন, এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম, দেশ রুপান্তর প্রতিনিধি শফিউল্যাহ রিপন, নিহারীকা নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মিজানুর রহমান, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াছ সুমন, সকালের সময় প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের দর্পণ প্রতিনিধি হাবীব মিয়াজী, ইত্তেফাক প্রতিনিধি এম এ আকাশ, পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন প্রমুখ অংশ নেন।

 


আরো সংবাদ



premium cement
গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার অপরিহার্য : এস এম জিলানী শ্রমিক অসন্তোষ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে : সচিব শিবচরে পুকু‌রে ডু‌বে স্কুলশিক্ষার্থীর মৃত্যু ঈদগাঁওতে থানা ভাঙচুরের মামলায় গ্রেফতার ৪ আর্থিক খাতের দুর্বলতা মোকাবেলায় টাস্কফোর্সকে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক : আইএমএফ দেড় কোটির বেশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়নি দক্ষিণ আমেরিকায় বিরল ‘অগ্নিবলয়’ তৈরি করবে সূর্যগ্রহণ বাগেরহাটে বিএনপি-ছাত্রদলের হামলা, ছাত্রশিবিরের ১৫ জন আহত আবারো বাড়ল ডিমের দাম মিজানুর রহমান আজহারীকে স্বাগত জানালেন আহমাদুল্লাহ-সাইফুল্লাহ বিশ্বসভায় প্রফেসর ইউনূসের ‘নতুন বাংলাদেশ’

সকল