২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বান্দরবানে পর্যটনশিল্পের ধস ঠেকাতে ২০ শতাংশ ছাড় জিপ মালিক সমিতির

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি - নয়া দিগন্ত

বান্দরবানের পর্যটনশিল্পে ধস ঠেকাতে নানা উদ্যোগ নিয়েও সফল হতে পারছে না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে। কিন্তু আশানুরূপ পর্যটক আসছে না বান্দরবানে।

সামনে শীতের মৌসুম। কয়েক বছর আগেও এ মৌসুমটিতে পর্যটকদের ভিড় ছিল বান্দরবানে।

অনেক উদ্যোগই যখন ব্যর্থ তখন পর্যটকদের আকৃষ্ট করতে এগিয়ে এসেছে মাইক্রোবাস-জিপ-পিকআপ মালিক সমবায় সমিতি। বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের জন্য ২০ শতাংশ ছাড় দিয়েছেন তারা। যেকোনো পর্যটনকেন্দ্র ও এলাকায় ঘুরে বেড়াতে সব ধরনের পর্যটকবাহী গাড়িতে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছে সমিতির সদস্যরা।

রোববার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেয়।

এ সময় সমিতির সভাপতি নাসিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেজাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি নাসিরুল আলম জানান, করোনাকালীন পরিস্থিতিতে পর্যটন ব্যবসায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এ সঙ্কট কাটিয়ে উঠতে না উঠতেই সন্ত্রাসী তৎপরতা ও পরবর্তীতে দেশে সংঘাতময় পরিস্থিতির কারণে বান্দরবানের সম্ভাবনাময় পর্যটনশিল্প এখন মুখ থুবড়ে পড়েছে। লোকসানের মুখে পড়ে অনেক হোটেল-মোটেল-রিসোর্ট বন্ধ হয়ে গেছে। সামনে শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে পর্যটকদের জন্য প্রতি গাড়িতে ২০ শতাংশ হারে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পর্যটকবাহী গাড়িগুলোর উন্নয়ন, সৌন্দর্য বৃদ্ধি এবং গাড়িচালকদের গাইড হিসেবে দক্ষ করে তোলা হচ্ছে।

পর্যটকরা বেড়াতে এসে যেন কোনোভাবে হয়রানি সেটা না হয় সেদিকে সমিতি কঠোর নজর রাখছে বলেও জানান তিনি।

অন্যদিকে বান্দরবানের হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকেও পর্যটকদের জন্য আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আবাসিক হোটেল থেকে ক্ষেত্র বিশেষে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে বলে জানান সমিতির নেতারা।


আরো সংবাদ



premium cement
খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার

সকল