চকরিয়ায় ২ মামলায় খালাস পেলেন সালাহউদ্দিন আহমেদ
- গোলাম আজম খান, কক্সবাজার অফিস
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৬
কক্সবাজারের চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার চিংড়িঘেরে দখল করে মাছ চুরির দুই মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সালাহউদ্দিন আহমেদসহ ওই মামলার অন্য আসামিদের কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আকতারের আদালত খালাস দেয়।
এ সময় তারা আদালতে হাজির হয়ে মামলা দু’টি স্থগিত এবং জামিনের আবেদন করলে আদালত সালাহউদ্দিন আহমেদসহ সকল আসামিদের মামলা থেকে অব্যাহতি এবং মামলা দু’টি স্থগিতের আদেশ দেন।
মামলা থেকে অব্যাহতির আদেশ পেয়ে গণমাধ্যমে সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তাই দু’টি মিথ্যা মামলা থেকে আমাদের খালাস দেয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।’
তিনি বলেন, ‘বিগত সরকারের সময় মিথ্যা, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গায়েবি ও হয়রানিমূলক মামলা করা হয়েছিল তা প্রত্যাহার করা হোক এবং রাজনৈতিক ব্যক্তিসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষকে এসব মামলা থেকে খালাস দেয়া হোক।’
এ সময় আইনজীবীরা জানান, চকরিয়া উপজেলার চরনদ্বীপে দু'টি চিংড়িঘেরে ২০০১ সালে হামলা চালিয়ে দখল এবং মাছ চুরির ঘটনা উল্লেখ করে ২০০৭ সালে চকরিয়া থানায় দু'টি মিথ্যা মামলা করা হয়। ওই মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ৫০ জনের বেশি দলীয় নেতা-কর্মীদের আসামি করা হয়। ২০১৮ সালে পুলিশ আদালতে মামলা দু’টির চার্জশিট জমা দেন।
আইনজীবীরা জানান, আদালতে মামলা দু’টি স্থগিতের আবেদন করে শুনানি করেন। এ সময় আদালত জানিয়েছে, বাদিপক্ষ এই দু'টি মামলায় স্বাক্ষীকে আদালতে আনতে ব্যর্থ হয়েছে। পুলিশ এ মামলার ঘটনা প্রমাণে ব্যর্থ হয়েছে তাই মামলা দু’টি স্থগিতের আবেদন মঞ্জুর করে সালাহউদ্দিন আহমেদসহ সকল আসামিদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা