২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে বিস্ফোরিত গোলাবারুদের বিভিন্ন অংশ উদ্ধার

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে বিস্ফোরিত গোলাবারুদের বিভিন্ন অংশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলীতে বিস্ফোরিত গোলাবারুদের বিভিন্ন অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় (পাঁচ) রাউন্ড রাইফেলের গুলি ও ৬৭টি খালি খোসা এবং বড় গোলা আকৃতির দুটি পিস্টন হেড উদ্ধার করে।

জানা যায়, নাইক্ষ্যংছড়ি অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী থেকে বিজিবি
রেজুআমতলী বিওপি থেকে দক্ষিণ-পূর্ব দিকে সীমান্ত পিলার নম্বর-৪০-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় একজন বাংলাদেশী কাজে যান। এ সময় তার নিজের পাহাড়ে কাজ করার সময়ে পরিত্যক্ত অবস্থায় (পাঁচ) রাউন্ড রাইফেলের গুলি ও ৬৭টি খালি খোসা এবং বড় গোলা আকৃতির দুটি পিস্টন হেড দেখতে পাযন।

পরে ওই ব্যক্তি পরিত্যক্ত অবস্থায় পাওয়া বিস্ফোরির গুলাবারুদের অংশ বিশেষ নিয়ে যান এবং নাইক্ষ্যংছড়িস্থ কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বিওপির কাছে হস্তান্তর করেন বলে জানা যায়।

গুলি, খালি খোসাসহ বড় গোলার আকৃতির দুটি পিস্টন হেড বর্তমানে বিজিবির বিওপি হেফাজতে রয়েছে বলে সূত্রে জানা গেছে।


আরো সংবাদ



premium cement