২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দুর্নীতি নির্মূল হলে বৈষম্য দূর হবে : মুনীর চৌধুরী

-

একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়তে তরুণদের নৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘শিক্ষাজীবন শেষে তোমরা যখন সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারক হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, তখন ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তরুণ প্রজন্মের হৃদয় মূলে সততার যে বীজ, তা বিকশিত করে বিশাল মহীরুহে পরিণত করতে হবে।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ব্যান্সডক মিলনায়তনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বড়দের দুর্নীতি দেখে তরুণ প্রজন্মের অফিসার হয়ে তা রোধ করতে হবে। তোমাদের প্রলোভনে ফেলে নীতি বিচ্যুত করার অনেক সুযোগ তৈরি করবে দুর্নীতিবাজরা। যেকোন মূল্যে তোমাদের সততা ও দৃঢ়তা নিয়ে দেশ গড়া ও জনসেবার চেতনাকে ধারণ করতে হবে। তোমরা নীতিহীন ও প্রলুব্ধ হয়ে দুর্নীতিগ্রস্ত হলে রাষ্ট্র তার শক্তি এবং জাতি তার স্বত্ত্বা-স্বকীয়তা হারিয়ে ফেলবে। সুতরাং এখন প্রয়োজন, জ্ঞান-বিজ্ঞান চর্চায় নিমগ্ন হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। দুর্বল, অসহায়, দরিদ্র এবং অধীনস্থ কারো প্রতি নির্দয় হওয়া যাবে না, কারো অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাষ্ট্রের প্রতিটি অঙ্গে বৈষম্য আছে, যা দূর করে সাম্য ও সমতার নীতি বাস্তবায়ন করতে হবে। এটিই মূলত : প্রকৃত সংস্কার।’

তিনি আরো বলেন, ‘শুধু বৈষয়িক বা বস্তুগত উন্নয়ন জাতির কল্যাণ আনতে পারে না। উন্নয়নের সুফল যেন ধনী ও দরিদ্ররা সমানভাবে ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। সর্বাধুনিক সফটওয়্যার দিয়ে দুর্নীতিবাজদের গোপনে রাখা ও দেশ-বিদেশে লুকায়িত সম্পদের হিসাব বের করতে বিজ্ঞান ও প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বাংলাদেশের পরিবেশ দূষণ হ্রাস, দুর্নীতি দমন এবং সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

ব্যান্সডকের মহাপরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে দুটি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।


আরো সংবাদ



premium cement