২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

৩ দিনের জন্য বন্ধ সাজেক

সাজেক ভ্যালি - সংগৃহীত

পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি আজ মঙ্গলবার থেকে আগামী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, ‘খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় কমিটির সর্বসম্মতিক্রমে সাজেক পর্যটন কেন্দ্র তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আজ থেকে আগামী তিন দিন পর্যটকদের সাজেকে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার ড. মো: ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement