১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খাগড়াছড়িতে দূরপাল্লার যানবাহন বন্ধ

- ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শেষ দিনের অবরোধ কর্মসূচি চলছে। ইতোমধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। গত দুই দিনের মতোই দূরপাল্লার সব যান চলাচল বন্ধ থাকলেও শহরের অভ্যন্তরে চলাচল করছে ব্যাটারিচালিত টমটম, মোটরবাইকসহ ছোট যানবাহন।

সোমবার সকাল পর্যন্ত অবরোধকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ছোটখাটো দু’একটি ঘটনা ছাড়া জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা, চট্টগ্রাম সড়কে যাতায়াতকারীরা সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলে করে জেলার সীমানা পর্যন্ত যাতায়াত করছেন। এর আগে, রোববার অবরোধ চলাকালে দীঘিনালার বাবুছড়া এলাকায় সীমান্ত সড়কের পাথর বহনকারী তিনটি ট্রাক খাগড়াছড়ি ফেরার পথে ভাঙচুর করে অবরোধকারীরা।

এদিকে, মানিকছড়িতে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে যাতায়াতের বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে সেনাবাহিনী স্থানীয়দের সহায়তায় তা সড়িয়ে দেয়।

খাগড়াছড়ি সদরে আজ হাটবার হওয়ায় দূরদূরান্ত থেকে লোকজন এসেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল চলছে।

এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক ঘটনার জেরে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের উপস্থিতি কম। বন্ধ রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকার্যক্রম। বিশেষ পরিস্থিতির কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত জানান, আগামীকাল মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেখানে এক হাজারের বেশি পর্যটক আটকে আছেন। নিরাপত্তা জনিত কারণে তাদের গাড়ি ছাড়ছে না।


আরো সংবাদ



premium cement