২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পার্বত্য এলাকায় সহিংসতায় আহতদের পাশে রাঙ্গামাটি জামায়াত

পার্বত্য এলাকায় সহিংসতায় আহতদের পাশে রাঙ্গামাটি জামায়াত - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটি শহরে সংঘটিত উপজাতি-বাঙালি সংঘর্ষে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ নিতে রাঙ্গামাটি সদর হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা নেতৃবৃন্দ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা জামায়াতের উদ্যোগে আহতদের দেখতে রাঙ্গামাটি সদর হাসপাতালে যান দলটির স্থানীয় নেতারা। এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙ্গামাটি শহরে এ ঘটনা ঘটে।

নেতৃবৃন্দ সংঘর্ষের সময় আহত ব্যক্তিদের সাথে দেখা করে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দেন এবং চিকিৎসার বিষয়ে রাঙ্গামাটি সিভিল সার্জনের সাথে কথা বলেন।

এ সময় রাঙ্গামাটি জেলা আমির মোহাম্মদ আবদুল আলীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি মানসুরুল হক, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মো: হারুন-অর-রশীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট রহমত উল্লাহ, জামশেদুল আজম, আব্দুর রাজ্জাক ও মনিরুজ্জামান প্রমুখ।

পরে নেতৃবৃন্দ সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত দোকান-পাট, বাড়ি-ঘর পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে আহতদের চিকিৎসা ও ব্যবসায়ী ভাইদের ক্ষতিপূরণ দিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট পতিত সরকারের দোসররা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করে উপজাতি-বাঙালি সংঘর্ষ বাধিয়ে ফায়দা লুটতে চায়। এমতাবস্থায় পার্বত্য এলাকার উপজাতি-বাঙালিসহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।


আরো সংবাদ



premium cement

সকল