ফেনীতে বন্যার স্থায়ী সমাধান প্রয়োজন : উপদেষ্টা নাহিদ
- ফেনী অফিস
- ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫২, আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৬
ফেনীতে ‘বন্যার স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন’ বলে মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।
শনিবার সকাল ১০টায় ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক ও ১১টায় ফুলগাজী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার মো: হাবিবুর রহমানসহ শহরের মহিপালে আওয়ামী লীগের গুলিবর্ষণে শহীদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ফেনীতে প্রতি বছর বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা কীভাবে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি, আমাদের বাঁধগুলোকে কীভাবে স্থায়ী সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। এখন আমরা পুনর্বাসন কার্যক্রম কীভাবে দ্রুত করা যায়, প্রাথমিকভাবে ঘর নির্মাণের চাহিদা, শিক্ষাসামগ্রী ও শিক্ষা উপকরণ দেয়ার ব্যবস্থা করা হবে।’
উপদেষ্টা নাহিদ আরো বলেন, ‘ভারতের এভাবে বাঁধ খুলে দেয়া উচিত হয়নি। যদিও তারা বিষয়টি স্বীকার করেনি। এ বিষয়ে যৌথ নদী কমিশন, কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ভারতের সাথে কথা বলা হচ্ছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আমাদের দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে। অভ্যন্তরীণ সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। এ ব্যাপারে কয়েকজন উপদেষ্টা সেখানে যাচ্ছেন। অভ্যন্তরীনভাবে সমাধানের চেষ্টা করছি। দেশ সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা করা হচ্ছে। বিভিন্নভাবে পরিস্থিতির সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে।’
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের বিষয়ে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা