২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুড়িচংয়ে সীমান্তে ভারতে মানব পাচারকালে আটক ৩

- ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে খারেরা বিজিবি-৬০ ব্যাটালিয়নের সুবেদার মনোরঞ্জন সরকার এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খারেরা বিজিবি টহল দল বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর দু’তলা মসজিদের পুকুর পাড়ে যান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন পাহাড়পুর বেলবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে মো: জুয়েল রানা, নরসিংদী জেলার মাধবদী পৌরসভার কোতায়ালীচর এলাকার চন্দন সাহার স্ত্রী পার্বতী রানী সাহা ও ছেলে চিহৃ সাহা জয়।

বিজিবি আরো জানায়, আটকের পর তল্লাশি করে আই ফোনসহ চারটি মোবাইল ফোন, বাংলাদেশ ও ইন্ডিয়া সীম, দু’টি রুপার আংটি, একটি পিতলের আংটি ও ৮০ হাজার টাকা উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল রানা মানব পাচারসহ অবৈধ পণ্য চালানের সাথে জড়িত ছিল।

খারেরা ক্যাম্পের সুবেদার মনোরঞ্জন সরকার জানান, আসামিরা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তারা কোনো বৈধ কাগজপত্র ও পাসপোর্ট দেখাতে পারেনি। তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল