২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক

- ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। ১ মাস ১৯ দিন পর ১৫ ইউনিয়নে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তিকে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ইউনিয়ন পরিষদে জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব দেয়া হয়।

জানা গেছে, উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদ ব্যতীত অন্য ১৫ ইউনিয়ন পরিষদে এই দুই কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ওই ইউনিয়নে ৫ আগস্টের আগ থেকে একজন ওয়ার্ড মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন সাহেরখালী, মিরসরাই সদর, ওচমানপুর, মিঠানালা, হিঙ্গুলী, ওয়াহেদপুর, খৈয়াছড়া ও হাইতকান্দি ইউনিয়নে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তি দায়িত্ব পালন করবেন মায়ানী, ধুম, জোরারগঞ্জ, কাটাছরা, দুর্গাপুর, মঘাদিয়া ও ইছাখালী ইউনিয়ন পরিষদে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তি জানান, আমাদেরকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সাধারণ জনগণকে নাগরিক সেবা থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালনা করবো। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পালিয়ে গেছেন উপজেলার ১৫ ইউনিয়ন ও দুই পৌরসভার মেয়র। তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিতে ছিলেন। এর পর থেকে এলাকায় ও পরিষদে যাননি জনপ্রতিনিধিরা। এসব ইউনিয়নে জনপ্রতিনিধি না থাকায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল