ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতের সাথে সমন্বয়ের দাবি জেলেদের
- হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
- ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫০, আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৯
নোয়াখালীর হাতিয়ায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতের সাথে সমন্বয়ের দাবি জানিয়েছেন জেলেরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার সূর্যমুখী ঘাটে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সূর্যমূখী বাজার ও মাছঘাটের সভাপতি মো: আলাউদ্দিন, মাছব্যবসায়ী মো: আশ্রাফ মিয়া, ফয়জুর রহমান নান্টু ও ট্রলার মালিক মো: সালাউদ্দিনসহ পাঁচ শতাধিক জেলে, ব্যবসায়ী ও ঘাট শ্রমিকরা।
জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকলেও ভারতসহ বিভিন্ন দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যায়। এই বিষয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্ট দফতরে বলার পরও কোনো ফল পাওয়া যায়নি।
জেলেদের আরো দাবি জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় কমিয়ে যেন ১২ দিন করা হয়। ওই বিষয়ে মৎস্য বিশেষজ্ঞদের কাছে প্রস্তাব উত্থাপনের জন্য মানববন্ধন থেকে আবেদন জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা