০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ক্রেতার সরগরমে পুঁজিবাজার ঘুরে দাঁড়াল : বিক্রেতা কম

-

- বিক্রির চাপ ১১ শতাংশ, যেখানে ক্রেতার চাপ ৮৯ শতাংশ
- ডিএসইর বাজার মূলধন ফিরেছে ০.৫০ শতাংশ
- সূচকের উত্থানে অর্ধেকের বেশি অবদান সাত কোম্পানির

অনেক দিন পর দেশের পুঁজিবাজারে বিক্রির চাপ কমে গেছে। ক্রেতার উপস্থিতি বাজারকে ইতিবাচক পথে ফিরিয়ে এনেছে। নতুন চেয়ারম্যানের যোগদানের পরের কর্মদিবস থেকেই তারা অস্বাভাবিক সেল প্রেসার দিয়ে বাজারকে অস্থির করে তোলার পাঁয়তারা করছেন। টানা ছয় কার্যদিবস পতনের কবলে ছিল পুঁজিবাজার। ডিএসইতে গতকাল ক্রেতার চাপ ছিল ৮৯ শতাংশ। কিন্তু ঘাটতি ছিল বিক্রেতার। তাদের উপস্থিতি মাত্র ১১ শতাংশ। ফলে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পায়। যদিও লেনদেনে টাকার পরিমাণ আগের দিনের তুলনায় ৫৮ কোটি টাকা কম। তবে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৫০ শতাংশ। ১৯টি সেক্টরের মধ্যে ১৬টি সেক্টরের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে এবং তিনটি সেক্টরের বাজার মূলধন হ্রাস পেয়েছে। সূচকের উত্থানে অর্ধেকের বেশি অবদান রয়েছে সাত কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বিকন ফার্মা, খান ব্রাদার্স, আইএফআইসি, স্কয়ার ফার্মা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

দিনের লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের লেনদেনের সূচনাতে ভালোই ছিল। ২০ মিনিটের মাথায়, ১০.২০ টায় সূচকের পতন হয়। এরপর আবার সূচক ঊর্ধ্বমুখী হয়। শেষ পর্যন্ত পয়েন্ট সংগ্রহ করে সূচকগুলো। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৭০২.৮২ পয়েন্টে, ‘ডিএসইএস’ ২০.২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৫.৩৫ পয়েন্ট ও ‘ডিএস-৩০’ সূচক ২২.২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৪.৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ১৪ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৯৬৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৫৬২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা বাজারমূল্যে। যেখানে সোমবার লেনদেন হয়েছে ৬২১ কোটি ৩৫ লাখ টাকা। লেনদেন কমেছে ৫৮ কোটি ৭৩ লাখ টাকা। ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিলেও দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

আর ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ২৮টি কোম্পানির ৪৭ লাখ ৩৩ হাজার ৪৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৩৮ কোটি ৮৩ লাখ ৪২ হাজার টাকা বাজার মূল্যে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ছয় কোম্পানির, ডিএসইর তথ্য থেকে জানা গেছে। কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি তিন লাখ টাকারও বেশি। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। কোম্পানিটির ১৭ লাখ ২০ হাজার ১৯৯টি শেয়ার বেচাকেনা হয়েছে মোট ১৪ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকা। এ ছাড়া ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের তিন কোটি ৬৫ লাখ ছয় হাজার টাকার, খান ব্রাদার্সের তিন কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকার এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লিমিটেডের ৮০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য দিকে চট্টগ্রাম স্টকেও সবগুলো সূচকে পয়েন্ট ফিরেছে। সিএএসপিআই ৬২.৭২ পয়েন্ট, সিএসসিএক্স ৪০.০৫ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৩৮.১০ পয়েন্ট ফিরে পেয়েছে। সিএসইতে ২২৭টি কোম্পানির ২০ লাখ ৯০ হাজার ৪২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড বেচাকেনা হয়েছে মোট পাঁচ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৪৯৩ টাকা বাজার মূল্যে। গত সোমবারের তুলনা লেনদেন দুই কোটি টাকা কম হয়েছে। লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০০টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।

রয়্যাল ক্যাপিটাল পর্যালোচনায় বলছে, ক্রেতাদের সক্রিয়তায় বাজার ঘুরে দাঁড়িয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০২ পয়েন্ট হয়েছে। দিনভর ক্রেতাদের সক্রিয়তায় বাজারে প্রধান সূচক বেড়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আশার মনোভাব দেখা যায়। লেনদেন আগের দিনের তুলনায় কমে ৫৬২ কোটি টাকা হয়েছে। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) ঊর্ধ্বমুখী ছিল। মূলধন গত দিনের তুলনায় ০.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ভলিউম ২১ শতাংশ এবং টার্নওভার ৯ শতাংশ কমেছে। ফ্লোর প্রাইসে একটি শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে ৩৮.৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা মোট লেনদেনের ৬.৯০ শতাংশ। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ১২.১১ পয়েন্ট কমে ১১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে চার কোটি টাকা, যা গতদিনের তুলনায় ৯শতাংশ কম।

 


আরো সংবাদ



premium cement