২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেতিবাচক ধারায় সূচক বেড়েছে গড় লেনদেন

পুঁজিবাজার
-


দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে সবগুলো সূচকের নেতিবাচক পরিবর্তন হলেও গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে অর্থাৎ (১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর) আলোচ্য সময়ে মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকারও বেশি। প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে দশমিক ৭৯ শতাংশ বা ৬ কোটি ২৬ লাখ টাকা।
তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি ১৮ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ০২ শতাংশ বা ৭ হাজার ১৫০ কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫.৭৭ পয়েন্ট বা ১.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৮.৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহসূচক ডিএসইএস ১২.৪৫ পয়েন্ট বা ১.০০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২২৮.৮১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৩৫ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৪.৩৬ পয়েন্টে।
এ ছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৫.৭৩ পয়েন্ট বা ১.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭.৪৭ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ৩১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টি প্রতিষ্ঠানের। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১০৮ কোটি ১৫ লাখ ৯০ হাজার শেয়ার ৯ লাখ ৯৩ হাজার ৭৪বার হাতবদল হয়। যার বাজারমূল্য ছিল ৩ হাজার ৯৯৪ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৭০ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮২৩ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা বা ২৫.৯৮ শতাংশ। গত সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা বা ১.০২ শতাংশ।

গত সপ্তাহের ডিএসইতে লেনদেন বেশি হওয়া কোম্পানিগুলোর মধ্যে ছিল পর্যায়ক্রমে- ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মবিল যমুনা, লিনডে বাংলাদেশ, গ্রামীণফোন, ইবনে সিনা ফার্মা, আইএফআইসি, অগ্নি সিস্টেমস এবং রেনাটা।
এ সময়ে ডিএসইতে মূল্যবৃদ্ধির তালিকায় ছিল পর্যায়ক্রমে- লিনডে বাংলাদেশ, খান ওভেন ব্যাগ, লিবরা ইনফিউশন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইসিবি, ফারইস্ট ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, এনভয় টেক্সটাইলস এবং বঙ্গজ লিমিটেড ।

আর দর হারিয়েছে পর্যায়ক্রমে- খুলনা পাওয়ার, নিউ লাইন, এআইবিএল বন্ড, ইউসিবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, ডিবিএইচ ১ম মিউ. ফান্ড, বিডি ইন্ডা. ফিন্যান্স এবং ন্যাশনাল ব্যাংক।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১৪১.৪৭ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৭৮.৭৬ পয়েন্টে। সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৭৮.৭০ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৭৫.৮৮ পয়েন্টে। অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১১.৪১ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ এবং সিএসআই সূচক ৮.৫৩ পয়েন্ট বা ০.৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২০৭.৯১ পয়েন্টে এবং এক হাজার ৩৯.২১ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০০.০৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯.৮৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টি, কমেছে ২২১টি এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। সপ্তাহটিতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৯৪ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭৪ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৫ টাকার শেয়ার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২০২ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৬৯১ টাকা বা ৭৩.৮০ শতাংশ।
সপ্তাহজুড়ে ব্লকে ১০ কোম্পানির ১০৪ কোটি টাকা লেনদেন: গত সপ্তাহজুড়ে ডিএসইতে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির। শেয়ার কোম্পানিগুলো হলো- লাভেলো আইস্ক্রিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি-কোম্পানি, ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ব্যাংক।
এসব কোম্পানির মোট ১০৪ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৭ টাকা ৯০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৪ টাকা ৯০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৮ টাকা ৬০ পয়সা।
এ ছাড়া লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- তমিজউদ্দিন টেক্সটাইলের ১১ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৯ কোটি ৮১ লাখ টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা, ন্যাশনাল টি-কোম্পানির ৮ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার এবং আইএফআইসি ব্যাংকের ৫ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর পিই রেশিও কমেছে : বিদায়ী সপ্তাহে (০১-০৫ সেপ্টেম্বর) ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) কমেছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর পিই রেশিও ২.৩৯ শতাংশ বা দশমিক ০.২৭ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১১.০১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১১.২৮ পয়েন্ট।
খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.৪ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.৯ পয়েন্ট, সিরামিকস খাতে ১১৯.৭ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৩ পয়েন্ট, আর্থিক খাতে ৪১.২ পয়েন্ট, খাদ্য খাতে ১৬.১ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০.৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪.২ পয়েন্ট, আইটি খাতে ১৭.৭ পয়েন্ট, পাট খাতে ১৫.৬ পয়েন্ট, বিবিধ খাতে ৩০.২ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৬২.৪ পয়েন্ট, কাগজ খাতে ৩৪.৪ পয়েন্ট, ওষুধ খাতে ১৩.৩ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৬.২ পয়েন্ট, ট্যানারি খাতে ২৩.০ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১৩.৬ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১২.৭ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৯.৪ পয়েন্টে অবস্থান করছে।

 


আরো সংবাদ



premium cement
খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস

সকল