১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু

-

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নৃত্যকলা বিভাগের উদ্যোগে ‘Music and Allied Arts of Greater South Asia’ শীর্ষক ৩ দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম বৃহস্পতিবার এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে শুরু হয়েছে। ঢাবি ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ু সঙ্কট এবং শিল্পকলার ওপর এর প্রভাব।’
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এমপি, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, স্লোভেনিয়ার লুব্লজানা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সাভানিবর পেত্তান, শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব ভিজ্যুয়াল আর্টস অ্যান্ড ডিজাইন কেলানিয়ার অধ্যাপক ড. কে ডি লাসানথি মানারাঞ্জানিয়ে এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিচার্ড কেন্ট উলফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ^বিদ্যালয় ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন মনিরা পারভীন স্বাগত বক্তব্য দেন এবং সহযোগী অধ্যাপক ড. সায়েম রানা ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালনের জন্য বিশ্বের সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানান।
সিম্পোজিয়ামে বিশ্বের ১০টি দেশের ৬৩ জন শিল্পী ও প্রতিনিধি অংশগ্রহণ করছেন।


আরো সংবাদ



premium cement