পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষকদের ৫০টি কম্পিউটার প্রদান
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ৫০টি আধুনিক কম্পিউটার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
এ সময় ৫০টি আধুনিক কম্পিউটার শিক্ষকদের হাতে তুলে দেয়া হয়। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং শিক্ষা ও গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক উপদেষ্টা অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মো: নূরল আনোয়ার, অর্থ পরিচালক এহসানুল হক রিজন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভাগীয় সভাপতিবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা