জেআইএস ইউনিভার্সিটির সাথে ড্যাফোডিলের সহযোগিতা সম্প্রসারণ
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
জেআইএস ইউনিভার্সিটি কলকাতা সাফল্যের সাথে গত শনিবার অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব এবং এর ছাত্রদের উল্লেখযোগ্য সাফল্যের ধারাবাহিকতায় এর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত, জেআইএস ইউনিভার্সিটি পূর্ব ভারতের বৃহত্তম উচ্চশিক্ষার অংশ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো: সবুর খান জেআইএস ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইআইটি বম্বের প্রাক্তন পরিচালক প্রফেসর শুভাশিস চৌধুরী, আইআইটি বম্বের চেয়ার প্রফেসর কে এন আজাদ, ইউনিভার্সিটি অব হিউস্টন (ইউএসএ) এবং সার্ন (সুইজারল্যান্ড)-এর পদার্থবিদ অধ্যাপক কুমার নায়ক, গুজরাট বায়োটেকনোলজি ইউনিভার্সিটির ডিরেক্টর প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মশিউর রহমান ও নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ভোলা থাপা, জেআইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তারানজিৎ সিং এবং ভিসি প্রফেসর ভবেস ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা