ত্রুটি সেরে বিমানের বোয়িং ৭৩৭ ঢাকায় ফিরেছে
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
ওমানের মাস্কাট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ ত্রুটি সারিয়ে ১৪৬ যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফুয়েল ট্যাংকির দুটি স্ক্রু না থাকার কারণে যথা সময়ে বিমান ছাড়তে পারেনি। এতে যাত্রীদের চরম ভোগান্তির মধ্য পড়তে হয়। একই সাথে বিমান কর্তৃপক্ষকে গুণতে হয়েছে অতিরিক্ত অর্থ।
বুধবার ঢাকা থেকে যাত্রী নিয়ে নিরাপদেই মাস্কাট বিমানবন্দরে পৌঁছে বিমানের বোয়িং ৭৩৭-৮০০। এরপরই পাইলটসহ সংশ্লিষ্টরা দেখতে পান উড়োজাহাজে তেলের ট্যাংকিতে থাকা দুটি স্ক্রু নাই।
জানা যায়, এ এয়ারক্রাফট দিয়ে গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বিমানের ফিরতি ফ্লাইট করার কথা ছিল। সেটি বাতিল করা হয়। পরে ঢাকা থেকে স্ক্রু নিয়ে এয়ারক্রাফটের ত্রুটি সারানো হয়। ততক্ষণে যাত্রীদের ভোগান্তির যেন শেষ ছিল না! প্রকৌশলীরা এয়ারক্রাফট উড্ডয়ন উপযোগী করার পর ২১ ঘণ্টা বিলম্বে ১৪৬ যাত্রী নিয়ে ওইদিন রাত সোয়া ৩টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।