১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে বন্যাদুর্গতদের সাহায্যার্থে ইবনে সিনার

ত্রাণ কমিটি গঠন
-

পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। ফলে বৃহত্তর সিলেটের প্রায় সব কয়টি উপজেলা প্লাবিত হয় ও অসংখ্য মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বৃহত্তর সিলেটবাসীর যেকোনো দুর্যোগে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড আগের মতো এবারো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।
সিলেট বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গতকাল হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খানকে এবং অন্যান্য সদস্য হলেন হাসপাতালের পরিচালক ডা: মোদাব্বির হোসেইন, অধ্যাপক আব্দুল হান্নান, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্নেল (অব:) ডা: রুকনুল ইসলাম চৌধুরী, এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক ও ম্যানেজার (এডমিন) অ্যান্ড ইনচার্জ আলী হায়দার মো: তানভীর।
এ ছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে হাসপাতালের ম্যানেজার (এডমিন) অ্যান্ড ইনচার্জ আলী হায়দার মো: তানভীরকে এবং অন্যান্য সদস্য হলেন ম্যানেজার (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) আল আমিন, ডেপুটি ম্যানেজার (হিসাব) মো: মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার (এইচ.আর) ইকবাল হোসেন খন্দকার, ডেপুটি ম্যানেজার (সিভিল) মো: ফয়জুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) মো: আজহার উদ্দিন খান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) মাজহারুল ইসলাম মুমিন, মীরগঞ্জ শাখার ইনচার্জ হাবিবুল্লাহ দস্তগীর, রিকাবীবাজার শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ রেজাউল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোর) কমর উদ্দিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মামুন সরকার, মোহাম্মদ শাহেদ আলী ও মোহাম্মদ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোঃ জহির উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) মোঃ ফয়েজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হাউজকিপিং) আনোয়ার হোসেন রাসেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো: দেলোয়ার হোসেন রনি ও রিকাবীবাজার শাখার অ্যাকাউন্টস ইনচার্জ জয়নুল ইসলাম।
সভায় সমাপনী বক্তব্যে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান সিলেটের বিত্তশালী ও সামর্থ্যবান প্রতিষ্ঠানগুলোকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর ও যথাসাধ্য সার্বিক সহযোগিতার আহ্বান জানান এবং বন্যাকবলিত মানুষের জন্য আল্লাহ তা’য়ালার কাছে দোয়া কামনা করেন।

 

 


আরো সংবাদ



premium cement
তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা

সকল