০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আর্ট অব গিভিংয়ের ১১তম বার্ষিকীতে একটি প্রশংসনীয় উদ্যোগ ‘সহায়কদের সহায়তা’

-


কৃতজ্ঞতা ও প্রশংসার অসাধারণ হৃদয়গ্রাহী অনন্য উদ্যোগ হিসেবে বাংলাদেশে ‘আর্ট অব গিভিং’ সম্প্রদায় দেশের বিভিন্ন কসমোপলিটন শহরে একযোগে ‘সহায়কদের সহায়তা’ উদ্যোগটি সফলভাবে সম্পাদন করেছে। ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজে নীরব অবদানকারীদের কাছে ভালোবাসার একটি খাবারের ব্যাগ হস্তান্তর করা হয়েছিল যারা সমাজকে অক্লান্তভাবে সহায়তা ও সমর্থন করে এবং আমাদের কার্যক্রমের মসৃণ কার্যকারিতা নিশ্চিত করে চলেছে।
দান এবং ভাগাভাগি করে নেয়ার আনন্দ উদযাপনের মধ্য দিয়ে প্রতি বছর পালন করা হয় ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে। এ বছর এ দিনটিতে সেসব ব্যক্তিকে স্বীকৃতি এবং সম্মান করা হয়। যারা নিঃস্বার্থভাবে আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তাদের সর্বোচ্চ সামর্থ্যকে উৎসর্গ করে। সুখের খাবারের ব্যাগ বিতরণ তাদের হৃদয়ে অপরিসীম আনন্দ এবং তৃপ্তি এনে দেয়। প্রাপকরা, যারা নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন, এ ধরনের স্বীকৃতি তাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়রম্যান ড. মো: সবুর খানকে আর্ট অব গিভিংয়ের মত সম্মানিত সম্প্রদায়ের নেতৃত্ব দেয়ার জন্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিক মনোনয়নের মাধ্যমে এ বছর, আর্ট অব গিভিং সম্প্রদায়টি নতুন উচ্চতায় পৌঁছেছে।
‘সহায়কদের সহায়তা’ প্রতিপাদ্যের অধীনে অনুষ্ঠানটি চাঁদপুর ও ধানমণ্ডি ঢাকার ড্যাফোডিল ফ্যামিলি, চট্টগ্রামের ড্যাফোডিল ফ্যামিলি, ডিআইএসএস আশুলিয়া সাভার এবং বিরুলিয়া, সাভার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়।
আর্ট অব গিভিং সম্প্রদায়ে যোগদান করতে এবং মানবতার সেবা এবং শান্তি আনন্দ ও সম্প্রীতি প্রচারের জন্য নিবেদিত এই সামাজিক আন্দোলনের অংশ হতে আগ্রহী ব্যক্তিদের যঃঃঢ়ং://ধৎঃড়ভমরারহম.রহ.হবঃ/ৎবমরংঃবৎ/ এ নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। আর্ট অব গিভিং সম্প্রদায় নিঃস্বার্থ কাজের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেয়ার এক দশককে চিহ্নিত করে, এই হৃদয়গ্রাহী উদ্যোগটি দেয়ার রূপান্তরকারী শক্তির প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement