১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল কম্পিউটার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

-

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং অ্যাকাডেমিক কার্যক্রমকে তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আরো গতিশীল ও স্মার্ট ক্যম্পাসেরুপান্তরের উদ্দেশ্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আধুনিক ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে শীর্ষস্থানীয় আইটি জায়েন্ট ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ১২ জুন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: মশিউর রহমান এবং ড্যাফোডিল কম্পিউটার্স এর পক্ষে মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. রাকিব আহমেদ ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আলোকে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটি উন্নত ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি ও বাস্তবায়ন করে দেবে যার মাধমে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ছাত্র তথ্য ব্যবস্থাপনা, কোর্স নিবন্ধন, গ্রেডিং, সময়সূচি, পরীক্ষা ও স্বয়ংক্রিয় উপায়ে ফলাফল তৈরি , ব্লক চেইনের মাধ্যমে সনদপত্র যাচাইকরণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, হিসাব ও অর্থ ব্যবস্থাপনাসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক এবং অ্যাকাডেমিক প্রক্রিয়া ডিজিটালাইজডসহ সব কার্যক্রম সহজ ও গতিশীল হবে ।
উল্লেখ্য, ইতোমধ্যে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমে শন সিস্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিউপি ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল (বাটেটেক্স), আর টি এম আল কবির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সোমালিয়া) , ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তির সমন্বয়ে ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, লারনিং ম্যানেজমেন্ট সিস্টেম ও দূরশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার বরগুনায় জেলা আ‘লীগ নেতা মন্টু গ্রেফতার

সকল