১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ও সিটি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

-

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও সিটি ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংকাস্যুরেন্স পার্টনারশিপে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গুলশানে আকিজ তাকাফুলের নিবন্ধিত কার্যালয়ে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও সিটি ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংকাস্যুরেন্সের চুক্তি স্বাক্ষরিত হয়। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি অ্যান্ড চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার মো: আশানুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও সিটি ব্যাংক পিএলসির শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার চুক্তিপত্র হস্তান্তর করেন। এই ব্যাংকাস্যুরেন্সের চুক্তির মাধ্যমে, সিটি ব্যাংক তার গ্রাহকদের ইসলামী শরিয়াহভিত্তিক বীমা প্রতিষ্ঠান আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে বীমা পলিসি প্রদান করতে সক্ষম হবে। বাংলাদেশ ব্যাংক এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট ও রেগুলেটরি অথরিটি কর্তৃক জারিকৃত ব্যাংকাস্যুরেন্সের গাইডলাইন অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে, যা সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য বীমা পরিষেবা সম্প্রসারিত করবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement