লালমনিরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হালখাতা মহাক্যাম্পের উদ্বোধন
- লালমনিরহাট প্রতিনিধি
- ০৬ মে ২০২৪, ০০:০৫
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লালমনিরহাট জোনে হালখাতা মহাক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় রাকাব, লালমনিরহাট শাখার উদ্যোগে হালখাতা ১৪৩১ সমাপনী দিবসে ঋণ আদায় মহাক্যাম্প ও গ্রাহক সমাবেশ দিনব্যাপী শাখা ভবনে অনুষ্ঠিত হয়।
রাকাব, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মো: আবদুস সালামের সভাপতিত্বে হালখাতা ঋণ আদায় মহাক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন রাকাব, লালমনিরহাট জোনাল ব্যবস্থাপক মো: মাহমুদুল আলম (ডিজিএম), এতে বিশেষ অতিথি ছিলেন রাকাব, জোনাল নিরীক্ষা কর্মকর্তা মো: মোসলেম উদ্দিনসহ (এজিএম) গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা প্রমুখ।
প্রসঙ্গত, রাকাব, লালমনিরহাট জোনের ১৭টি শাখাসহ একযোগে রাকাবে ৩৮৩টি শাখায় বৈশাখী মেলার সমাপনী হিসেবে ঋণ আদায় মহাক্যাম্প অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা