পারটেক্স পরিবারের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- ০৬ মে ২০২৪, ০০:০৫
পারটেক্স পরিবার আয়োজিত চার দিনের এক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। রাজধানীর বনানীর শহীদ যায়ান চৌধুরী খেলার মাঠে ১ মে থেকে শুরু হওয়া পারটেক্স ইন্টার কোম্পানি ক্রিকেট লীগ নামের চার দিনের এই টুর্নামেন্টে পারটেক্স স্টার গ্রুপ, ড্যানিশ, পারটেক্স পেপার, অ্যাম্বার এবং পারটেক্স বেভারেজ -এই পাঁচটি গ্রুপের ক্রিকেট দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অ্যাম্বার গ্রুপের দল অ্যাম্বার কিংসকে ৬ উইকেটে পরাজিত করে ড্যানিশ গ্রুপের দল ড্যানিশ ডেয়ারডেভিলস। ম্যাচ শেষে বিজয়ী দলসহ অন্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ নারায়ণগঞ্জ ২ আসনের এম পি নজরুল ইসলাম বাবু, বেগম সুলতানা হাসেম, আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, মাসুদ আজিজ, রুবেল আজিজসহ পারটেক্স পরিবারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা