সেভেন রিংসথসিমেন্ট ডিলার কনফারেন্স-২০২৪ সম্পন্ন
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৫
‘বিশ্বাসে, একসাথে’ সেøাগানকে প্রতিপাদ্য করে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সেভেন রিংসথসিমেন্টের ডিলার কনফারেন্স। তিন দিনব্যাপী বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের দক্ষিণ ও উত্তরবঙ্গ থেকে আসা পরিবেশকরা এবং ইন্ডিয়া থেকে আগত সেভেন রিংসথসিমেন্টের ইম্পোর্টার ও পরিবেশকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সেভেন রিংসথসিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ, ভাইস-চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ, শুনথশিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড, হংকংয়ের ডিরেক্টর ইবনান পাশা, শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারশন্সের ডিরেক্টর সাইফ রহমান, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি কাউসার আলম, চিফ মার্কেটিং অফিসার (এসসিবিএল ও এসএসসিএমএল) মো: হারুন-উর-রশিদ, চিফ অপারেটিং অফিসার-ব্যাগ প্ল্যান্ট কামরুল আহসান ও অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা