বিদ্যুৎসঙ্কট নিরসনে স্মার্ট মাইক্রোগ্রিডের ওপর গুরত্বারোপ
- ২৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) আয়োজিত সেমিনারে দেশের চলমান বিদ্যুৎ সঙ্কট নিরসনে স্মার্ট মাইক্রোগ্রিডের ওপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এনচ্যান্ট রক ম্যানেজমেন্ট এলএলসির প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং আইট্রিপলইর সিনিয়র সদস্য ড. মোহাম্মদ আমিন।
একই সঙ্গে বিদ্যুৎ সেক্টরকে এগিয়ে নিতে দেশের তরুণ-তরুণীদের এ বিষয়ে ক্যারিয়ার গড়ারও কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বিদ্যুৎ বিভ্রাটের প্রভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতির চাকা। প্রভাব পড়েছে সামাজিক জীবনেও। পরিবেশ সংরক্ষণে লো-কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী আরএনজি ভিত্তিক মাইক্রোগ্রিড প্রয়োগের তাই কোনো বিকল্প নেই। সম্প্রতি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (আইআইটিআইআর) এবং সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) অনুষদ যৌথভাবে নগরের জামাল খান ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করে।
এতে বিদ্যুৎ সঙ্কট নিরসনে স্মার্ট মাইক্রোগ্রিডের নানান ব্যবহার এবং এ খাতে তরুণদের ক্যারিয়ার গড়ার বিষয়ে সময়োপযোগী ধারণা দেন অনুষ্ঠানের অতিথি ড. মোহাম্মদ আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএসইর ডিন ড. রুবেল সেনগুপ্ত। সেমিনার পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাতুল ইসলাম।
সেমিনারে ড. মোহাম্মদ আমিন স্মার্ট মাইক্রোগ্রিডের প্রভাব, পরিবর্তন এবং বাস্তবায়নের সাথে এর সামঞ্জস্যগুলো সুন্দরভাবে পর্দায় তুলে ধরেন। যার লক্ষ্য ছিল গ্রাহক এবং বৃহত্তর গ্রিড নেটওয়ার্ক- উভয় জায়গাতেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বিজ্ঞপ্তি।