মার্কেন্টাইল ব্যাংকের ‘রামপুরা শাখা’ স্থানান্তর
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘রামপুরা শাখা’ গতকাল থেকে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি নতুন ঠিকানায় এই শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ এবং পরিচালক মো: আব্দুল হান্নান, আলহাজ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি মো: জাকির হোসাইন, শামীম আহম্মদ, মু. মাহমুদ আলম চৌধুরী ও অসীম কুমার সাহা, এসইভিপি-শাহ মো: সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনী প্রমুখ। বিজ্ঞপ্তি।