১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

বসুন্ধরা সিমেন্টে হবে মেট্রো রেল ও কালনা সেতু

-

মেট্রো রেলের প্যাকেজ-৫ ও কালনা সেতু প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট সরবরাহের জন্য গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সাথে ‘টেক্কেন-আব্দুল মোনেম লিমিটেড-এবেনিক্কো জয়েন্ট ভেঞ্চার’ এবং ‘টেক্কেন-আব্দুল মোনেম লিমিটেড-ওয়াইবিসি জয়েন্ট ভেঞ্চার’-এর পৃথক দু’টি চুক্তি সই হয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মোনেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। রাজধানীর কারওয়ান বাজারে গত রোববার আব্দুল মোনেম লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি সই হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মেট্রো রেল প্রকল্পের সিপি-০৫-এর ব্যবস্থাপক তিসুয়োসি নিশিমুরা এবং কালনা সেতু প্রকল্পের উপব্যবস্থাপক হিরোমি টোকেনোচি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement