শ্রমিকদের সুরক্ষা বাড়াতে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করছে বেপজা
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে পরিচালিত ইপিজেডগুলোর তৈরী পোশাক খাতে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু ও স্থায়ী শারীরিক অক্ষমতায় আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে বেপজা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাথে ‘এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস)’ নামে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল বেপজা নির্বাহী দফতরে বেপজা, আইএলও ও জিআইজেড এর মধ্যে একটি ‘লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়।
লেটার অব ইনটেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি ইপিজেডের শ্রমিকদের জন্য ইআইএস প্রকল্প চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে ইপিজেডে কর্মরত শ্রমিকদের সামাজিক সুরক্ষা আরো সুদৃঢ় হবে যা বাংলাদেশের টেকসই শিল্প প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি বলেন, এই প্রকল্প আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে ইপিজেডের শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরো গতিশীল ও সম্প্রসারিত করবে।
বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, ইপিজেডের শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ইপিজেডে হাসপাতাল অথবা মেডিক্যাল সেন্টার এবং শ্রমিকদের সন্তানদের পরিচর্যার জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।
আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পওটিয়াইনেন ইআইএস প্রকল্পে বেপজার অংশগ্রহণের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শ্রমিক কল্যাণে এটি একটি খুবই ভালো পদক্ষেপ। আমি বেপজার বিনিয়োগকারীদের ধন্যবাদ জানাই কারণ তারাই এটাকে পরিচালিত করবে। আমি এই প্রকল্পের সফলতা প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, জিআইজেড বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিজ. স্টয়ানকা স্টিচ ও তার সহযোগী ড. সিলভিয়া পপ, জিআইজেড বাংলাদেশের অ্যাডভাইজর ড. রোশান আফরোজ, ইআইএস স্পেশাল ইউনিট অ্যাডভাইজর শফিকুল ইসলাম, আইএলওর জেনেভা মিশন থেকে আগত প্রতিনিধি আন্দ্রে পিকার্ড, আইএলও, ঢাকার সাদ গিলানিসহ আইএলওর ঢাকা ও জেনেভার প্রতিনিধির ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা