অগ্রণী ব্যাংকের ফরিদপুর সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অগ্রণী ব্যাংক পিএলসির ফরিদপুর সার্কেলের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সভা ও ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ গতকাল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর অঞ্চলের অঞ্চল প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি মো: আনোয়ারুল ইসলাম ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালের আর্থিক সূচকগুলোর প্রবৃদ্ধি, আমদানি, রফতানি, রেমিট্যান্স সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি উত্তম গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা