২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

চুয়েটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। গত শুক্রবার চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত প্রোভিসি অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। এতে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের ছাত্র সাদমান রহমান অনন্ত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তানভীর আহমেদ চৌধুরী ও ইউআরপি বিভাগের ছাত্রী রিয়া ইসলাম। অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক প্রিয়ন্তি পাল টুম্পা। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ কারি মাওলানা নুরুল্লাহ। এর আগে মহান শহীদ দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement