২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

-

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধারাবাহিক ধর্ষণ এবং ক্যাম্পাসে উত্তেজনাকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরো সক্রিয় হয়ে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
গতকাল বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সঙ্কটময়। এখনই আমাদের ঘুরে দাঁড়াতে হবে, না হলে এর নেতিবাচক প্রভাব সকলের ওপর পড়বে।
তারা আরো বলেন, দেশকে স্থিতিশীল করতে এখনই পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। যদি আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে সহযোগিতা না করে, তাহলে শিক্ষার্থীরাই উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি গঠন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, সারা দেশে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং ধর্ষণ বৃদ্ধি পেয়েছে, আমরা সে সবের তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানাই। বর্তমান নাজুক পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই আপনি সবর হোন, ধর্ষক ও আর পরিস্থিতি অবনতির জন্য দায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসুন। যদি আপনি ব্যর্থ হন তাহলে এ পদে থাকার সুযোগ নেই।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, বর্তমান সময়ের লাগাতার ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রযন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী।

তিনি দেশের স্থিতিশীলতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তার নিষ্ক্রিয়তার জন্য দেশে আমার বোনদের ধর্ষণ করা হচ্ছে। মেয়েরা বাইরে নিরাপত্তা পাচ্ছেন না। এভাবে চলতে পারে না। তিনি যদি আরো সক্রিয় না হন এবং অপরাধীদের গ্রেফতার না করেন তাহলে আমরা তার পদত্যাগের জন্য কঠোর কর্মসূচি গ্রহণ করব।

 


আরো সংবাদ



premium cement
পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ নেত্রকোনায় ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে স্বামী খুন! নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ কম্বোডিয়ায় গ্রেনেড বিস্ফোরণে ২ শিশু নিহত মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আমতলীতে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বাড়িতে ডাকাতি ৫ দফা দাবিতে চমেক হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এস আলমের ৮ হাজার ১৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

সকল