জীবন বীমা করপোরেশনের বার্ষিক ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা সম্মেলন
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮
জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামানের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে গত ২০ ফেব্রুয়ারি করপোরেশনের বার্ষিক ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএম, সিনিয়র কর্মকর্তাসহ সব রিজিওনাল, করপোরেট ও সেলস ইনচার্জরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন ডিভিশনের জেনারেল ম্যানেজার আবু মোহাম্মদ মাইনুদ্দিন সভায় ২০২৪ সালের অর্জিত ব্যবসায় পর্যালোচনা এবং ২০২৫ সালের জন্য ব্যবসায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণী বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: মুহিবুজ্জামান ব্যবসায়ের প্রবৃদ্ধি অর্জনে অন্তরায়সমূহ দ্রুত সমাধান করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য সবাইকে সর্বাত্মক আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা