ইসলামিক ল রিসার্চ সেন্টারের উসুলুল ফিকহ কোর্সের সার্টিফিকেট বিতরণ
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮
বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে পরিচালিত তিন মাসব্যাপী সার্টিফিকেট কোর্স ইন বেসিক উসুলুল ফিকহ শীর্ষক কোর্স সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শনিবার পুরানা পল্টনস্থ ল রিসার্চ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন- কোর্সের কো-অর্ডিনেটর এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা