২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

চবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা
-

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ ছাড়া এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করায় চবি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীবকে চবি প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন চবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন অনুষদের ডিন, চবি শিক্ষক সমিতি, হলসমূহের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিচালক, ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র, পরিচালক, চাকসু কেন্দ্র, বিভিন্ন বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকরা, অফিসার সমিতি, চবি ক্লাব (ক্যাম্পাস), চবি মহিলা সংসদ, সমন্বয় কর্মকর্তা বিএনসিসি, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, সাংবাদিক সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহ পুস্পস্তবক অর্পণ করে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে উপাচার্যের নেতৃত্বে চবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র‌্যালি শুরু হয়ে চবি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement