২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

বাজারে পাওয়া যাচ্ছে আকিজের বিজয় ২৪ বাইসাইকেল

বাজারে পাওয়া যাচ্ছে আকিজের বিজয় ২৪ বাইসাইকেল -

ট্র্যাডিশনাল ক্যাটাগরিতে আকিজ বাইসাইকেলের বিজয় ২৬” মডেলটি ইতোমধ্যে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় তারা এনেছে বিজয় ২৪” মডেল। গত ২০ ফেব্রুয়ারি আকিজ ভেঞ্চার গ্রুপের করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এই সাইকেলটি উদ্বোধন করা হয়েছে। এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শহর বা গ্রামের ছেলে-মেয়েসহ সব বয়সের মানুষের চলার পথের সাথী।
আকিজ বাইসাইকেল- আকিজ ভেঞ্চার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। স্টেট অফ দি আর্ট টেকনোলজির সমন্বয়ে আকিজ বাইসাইকেল কারখানা টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত। বর্তমানে আকিজ বাইসাইকেল ১২ থেকে ২৭.৫ ইঞ্চি সাইজ এবং ২৬টির ও অধিক মডেলের আকর্ষণীয় ডিজাইন ও কালারের সমন্বয়ে তৈরি বাইসাইকেল সুলভমূল্যে বাজারজাত করা হচ্ছে।
অনুষ্ঠানে আকিজ বাইসাইকেল লিমিটেডেরর পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আকিজ বাইসাইকেল লিমিটেডের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement