০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

প্রফেসর ড. আলী আজাদী আইআইইউসির ভিসি হলেন

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে ৪ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী ১৯৫৪ সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার, বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম নজু মিয়া ও মাতার নাম ফাতেমা খাতুন। তার প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা জীবন সম্পন্ন হয় যথাক্রমে কেশুয়া প্রাইমারি স্কুল, বরকল এস জেড হাইস্কুল এবং চট্টগ্রাম সরকারি মহসীন কলেজে। তিনি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাণিবিদ্যা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। চবি প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১৯৭৬ সালে বিএসসি অনার্স ডিগ্রি এবং ১৯৭৯ সালে (১৯৭৬ মাস্টার্স ব্যাচ) একই বিভাগ থেকে হালদা নদীর ফাউন্ডার গবেষক হিসেবে ‘হালদা নদীতে কেন রুই-কাতলা ডিম ছাড়ে’ তার উপর গবেষণা করে প্রাণিবিদ্যায় (ফ্রেশ-ওয়াটার বায়োলজি) এমএসসি (থিসিস) ডিগ্রি লাভ করেন। এর পরপরই ১৯৮০ সালে চবি প্রাণিবিদ্যা বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।
ড. আজাদীর চবি প্রাণিবিদ্যার গবেষক ও লেকচারার (২০ সেপ্টেম্বর ১৯৮০-২৯ ডিসেম্বর ১৯৮৪), সহকারী অধ্যাপক (৩০ ডিসেম্বর ১৯৮৪-৩০ নভেম্বর ১৯৯২), সহযোগী অধ্যাপক (১ ডিসেম্বর ১৯৯২-২ জুন ১৯৯৭) ও অধ্যাপক (৩ জুন ১৯৯৭- ১১ জুলাই ২০১৮) হিসেবে দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত ছিলেন। চবিতে কার্যরত অবস্থায় ড. আজাদী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর কর্তৃক চার (৪) বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে চবি থেকে লিয়েন ছুটি নিয়ে ১২ জুলাই ২০১৮ তারিখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন এবং ৫ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি কর্তৃক ৪ বছরের নিয়োগ থাকলেও তার পক্ষে জুলাই ২০২২ পর্যন্ত দায়িত্ব দায়িত্ব পালন করা সম্ভব হয়নি, আইআইইউসি দখল করার কারণে। ’২৪ জুলাই বিপ্লবের পর ৭ আগস্ট ২০২৪ থেকে প্রফেসর আজাদী আইআইইউসির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বরত আছেন। তিনি চবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, আলাওল হল ও এফ রহমান হলের প্রভোস্ট ছিলেন, চবির কৃষি উন্নয়ন প্রকল্পের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং চবি শিক্ষক ও অফিসার ক্লাবের (ক্যাম্পাস) সভাপতি (২০১৬) ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement