২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পূবালী ব্যাংকের খামারবাড়ি শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার

-

পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সব শাখায় ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ স্থাপনের কার্যক্রম পরিচালনা করছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় গতকাল পূবালী ব্যাংক পিএলসি খামারবাড়ি শাখা, ঢাকায় একটি ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো: ছাইফুল আলম, গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। পূবালী ব্যাংকের ঢাকা উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আবদুর রকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: সাহিনুল ইসলাম, পরিচালক (হর্টিকালচার উইং) এস এম সোহরাব উদ্দিন, সাবেক মহাপরিচালক মো: আসাদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খামারবাড়ি শাখার সহকারী মহাব্যবস্থাপক বদরুল ইসলাম। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement