২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত সূচকের সাথে বেড়েছে লেনদেন

ডিএসইতে হাতবদল হয়েছে মোট ৪২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট
-


দেশের শেয়ারবাজারে সপ্তাহের দ্বিতীয় দিনেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিনশেষে সূচকের সাথে বেড়েছে লেনদেন। সংশ্লিষ্টরা বলছেন, পতনের ধারা থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে শেয়ারবাজার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। একই সাথে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে মূল্যসূচক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। এতে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই উভয় শেয়ারবাজার মূল্যসূচক বেড়েছে। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল নিম্নমুখী। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই শেয়ারবাজার ছিল নিম্নমুখী।

এমন পরিস্থিতিতে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২৬৫৮ কোটি টাকা। একই সাথে প্রধান মূল্যসূচক কমেছে ৬০ দশমিক ৫১ পয়েন্ট।
গতকাল ডিএসইতে লেনদেনের শুরুতেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম ছিল ঊর্ধ্বমুখী। এতে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী দেখা যায়। গতকাল দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। একই সাথে দাম কমেছে ৮১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এ দিকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়েছে। দিনশেষে ডিএসইএক্সের অবস্থান ছিল পাঁচ হাজার ১৯৫ পয়েন্টে।

বাজার পর্যালোচনায় দেখা যায় গতকাল বাছাই করা ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়েছে। দিনশেষে ডিএসই-৩০ সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৯২৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে দিনশেষে ১১৭১ পয়েন্টে। গতকাল ডিএসইতে মোট ৪২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হাতবদল হয়েছিল ৩৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৯১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৪৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৯৪৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ৮১ পয়েন্ট কমে ১১ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। গতকাল সিএসইতে ২০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১২টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে দুই কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল তিন কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

জিপিএইচ ইস্পাতের পরিচালকের শেয়ার হস্তান্তর : শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের একজন উদ্যোক্তা ও পরিচালকের দুই কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যে দেখা যায় কোম্পানিটির একজন উদ্যোক্তা ও পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি তার হাতে থাকো কোম্পানিটির দুই কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। তিনি সাদমান সাইকা সেফা ও সালেহিন মুশফিক সাদাফের কাছে পৃথকভাবে এক কোটি ২৫ লাখ শেয়ার হস্তান্তর করেছেন।
শেয়ার কিনলেন ২ কোম্পানির এমডি ও পরিচালক : শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লিমিটেডের একজন মনোনীত পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয়সম্পন্ন করেছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যে দেখা যায় এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা: আরিফ দৌলা। তিনি কোম্পানিটির ছয লাখ শেয়ার ক্রয়সম্পন্ন করেছেন। এর আগে তিনি গত ৯ জানুয়ারি উল্লিখিত পরিমাণ শেয়ার কেমার ঘোষণা দেন। এ দিকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লিমিটেডের একজন মনোনীত পরিচালক এ কে এম সদরুল ইসলাম কোম্পানিটির ৫১৫টি শেয়ার ক্রয়সম্পন্ন করেছেন। এর আগে তিনি গত ৯ জানুয়ারি উল্লিখিত পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দেন।


আরো সংবাদ



premium cement
জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ‘চুরি’ করছে : ডোনাল্ড ট্রাম্প ভক্তের ভালোবাসায় আপ্লুত লিটন দাস ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় ন্যান্সি পেলোসির নিন্দা মার্কো রুবিও হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সকল