সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
সাভারে এটিএম বুথ উদ্বোধন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। সোমবার রূপালী ব্যাংক সাভার বাসস্ট্যান্ড শাখার পাশে এই এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর। অনুষ্ঠানে ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: নোমান মিয়া সভাপতিত্ব করেন। ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের ডিজিএম মো: মোক্তার হোসেন, সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: মোখলেসুর রহমান, ব্যবসায়ী লায়ন কায়কোবাদ মো: শরিফুজ্জামান ও সাভার বাসস্ট্যান্ড শাখার ব্যবস্থাপক মো: শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। এটিএম বুথ উদ্বোধন শেষে এক গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা