ডিএসইর বাজার মূলধন কমেছে ৩৩৫২ কোটি টাকা
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০৫
নিম্নমুখী প্রবণতা থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। একই সাথে কমেছে মূল্যসূচক। এমন পরিস্থিতিতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই নিম্নমুখী ছিল শেয়ারাবাজার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি ৩১ হাজার টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি ১৭ হাজার টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৫১ শতাংশ বা ৩ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ টাকা।
তথ্যে দেখা যায়, গত সপ্তাহে নি¤œমুখী ছিল সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৬০ দশমিক ৫১ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৫৬ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১১ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ।
এ দিকে সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। এক সপ্তাহে ডিএসইতে মোট হাতবদল হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে মোট হাতবদল হয়েছিল ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৫৭ কোটি ৪০ লাখ টাকা।
এ দিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, গত এক সপ্তাহে প্রতি কার্যদিবসে গড়ে হাতবদল বেড়েছে ৩১ কোটি ৪৮ লাখ টাকা বা ৯ দশমিক ০৮ শতাংশ। উল্লেখিত সময়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে হাতবদল হয়েছে ৩৭৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে হাতবদল হয়েছিল ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। এ দিকে গত এক সপ্তাহে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি : গত এক সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধি বা গেইনারের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খুলনা প্রিন্টিং ও প্যাকেজিংয়ের শেয়ার। গত সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। এর আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ১৩ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির শেয়াররের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ১০ পয়সায়। এক সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা।
এ দিকে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১০২ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১২০ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ২০ পয়সা। এ দিকে ১৭ দশমিক ০২ শতাংশ দাম বেড়ে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মা। আগের সপ্তাহের শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৯ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ১ টাকা ৬০ পয়সা। দাম দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মুন্নু সিরামিকসের ১৬ দশমিক ৭২ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক ৬৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৯১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩ দশমিক ৫৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ১১ দশমিক ৫৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১১ দশমিক ৪৩ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ দশমিক ৫৫ শতাংশ দাম বেড়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতন বা লুজারের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান নিয়েছে ফাইন ফুডসের শেয়ার। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৪৭ টাকা ৫০ পয়সা। সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দাম কমেছে ১৮ দশমিক ৩৪ শতাংশ। এক সপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৪৩ শতাংশ দাম কমে সাপ্তাহিক দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৬৫ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১০ দশমিক২৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১০ দশমিক ১৯ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, সিএপিএম আইবিবিএলের ৯ দশমিক ৪৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৮ দশমিক ৩৩ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ১৬ শতাংশ দর কমেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা