পাঠদান ও গবেষণা হচ্ছে শিক্ষকদের মূল কাজ : চবি ভিসি
- চট্টগ্রাম ব্যুরো
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:১৭
পাঠদান ও গবেষণা হচ্ছে শিক্ষকদের মূল কাজ। নতুন শিক্ষকদের একাডেমিক দুর্বলতা কাটিয়ে উঠতে সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আইকিউএসির উদ্যোগে এইচএটি এটিপি সাবপ্রোজেক্ট প্রোপোজাল রাইটিং শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির ভাষণে চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
গত রোববার সকালে চবি ব্যবসায় প্রশাসন লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।
চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইনের পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এটিএফ সাব-প্রকল্পের ম্যানেজমেন্ট বিশেজ্ঞ প্রফেসর ড. মোঃ মোজাহার আলী।
চবিভিসি বলেন, আজকের এ কর্মশালা আমাদের শিক্ষকদের জন্য এক বিরল সুযোগ এনে দিয়েছে, বিশেষ করে নতুন শিক্ষকদের জন্য। তাদের পাঠদান পদ্ধতি মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে এ প্রজেক্ট চমৎকার একটা সুযোগ করে দিয়েছে।
প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, উচ্চ শিক্ষার বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একই সাথে উচ্চ শিক্ষাকে একটা সুনির্দিষ্ট মানে নিয়ে যেতে শিক্ষক-গবেষকদের নিয়মিত গবেষণার প্রতি জোর দেয়ার আহ্বান জানান।
প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বলেন, এ প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সিলেন্সকে তরান্বিত করবে। শিক্ষকরা বিভাগের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে নিজেদের প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে বিভাগকে সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ রয়েছে, সেটাকে কাজে লাগানোর জন্য উপ-উপাচার্য পরামর্শ প্রদান করেন।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম কর্মশালায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এর মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় কিভাবে প্রজেক্ট প্রস্তাবনা তৈরি করা যায়, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা