গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে বিএসএমএমইউর ব্যতিক্রমী আয়োজন
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীরা এক হয়েছিলেন।
একই ডিজাইন ও কালারের পাঞ্জাবি পরিধান করে এই অনুষ্ঠানে যোগ দেন তারা। রোগীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে, তাদের হাসি-খুশি রাখতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ এই আয়োজন করেন। আহতদের সাথে মধ্যাহ্ন ভোজ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, প্রোভিসি অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রক্টর ডা: শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা: হাসনাত আহসান সুমন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা: মো: দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা: মো: শহিদুল হাসান, দন্তরোগ বিশেষজ্ঞ ডা: সাখায়াৎ হোসেন, ভিসির একান্ত সচিব ডা: মো: রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা