১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

এআইভিত্তিক বিশ্বের জন্য তরুণদের প্রস্তুত করতে হবে : চুয়েট ভিসি

-

চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, আগামীর পৃথিবী হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (্এআই) ভিত্তিক প্রজন্মের বিশ্ব, তাই এআইভিত্তিক বিশ্বের জন্য তরুণদের প্রস্তুত করতে হবে। অন্যথায় আমাদের পিছিয়ে থাকতে হবে। আমাদের জনসংখ্যার একটি বড় অংশই হলো তরুণ। যেটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি সুবিধা। আর এই জনগোষ্ঠীকে শিক্ষা এবং প্রকৃত প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি তথা এআই এর সাথে পরিচয় করাতে হবে। আমাদের তরুণদের চিন্তা, গবেষণা, বিচার বিশ্লেষণ, অনুধাবন ও উদ্ভাবন শক্তি বৃদ্ধি করার সক্ষমতা বাড়াতে হবে।
তিনি গতকাল চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত ‘এক্টিভেশন প্রোগ্রাম অন ডিজিটাল স্কিল ট্রেইনিং’ শীর্ষক ট্রেনিংয়ে এসব কথা বলেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ঊউএঊ প্রজেক্ট, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং আইসিটি ডিভিশনের আয়োজনে ও চুয়েট আইআইসিটির সহোযোগিতায় ইনহ্যান্সিং ডিজিটাল গভর্মেন্ট অ্যান্ড ইকোনমি (ঊউএঊ) প্রকল্পের আওতায় এই ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊউএঊ প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব) মো: সাখাওয়াত হোসেন ও প্রোগ্রাম স্পেশালিস্ট ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর ও আইআইসিটি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সঞ্চালনা করেন ইটিই তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিশু মিত্র জ্যাকি ও মেহেরিন বিনতে আলম। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement