আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের ২.৭৫ বিলিয়ন ডলারের অর্থায়ন পরিকল্পনা স্বাক্ষর
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) দেশের জ্বালানি ও কৃষিখাতে সহায়তার জন্য বাংলাদেশ সরকারের সাথে ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি যুগান্তকারী বার্ষিক অর্থায়ন পরিকল্পনা স্বাক্ষর করেছে। এ অর্থায়ন পরিকল্পনা যথাক্রমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক পেট্রোলিয়াম পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সার আমদানিকে সহজতর করবে। অর্থায়ন পরিকল্পনাটি বলবৎ থাকবে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ।
আইটিএফসির প্রধান পরিচালন কর্মকর্তা নাজিম নূরদালি এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং আইএসডিবির নির্বাহী পরিচালক পর্ষদের সদস্য মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সরকারি সফরকালে জেদ্দায় আইটিএফসি সদর দফতরে নিজ নিজ পক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা