‘যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ’
- চবি ভিসি
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। এ লক্ষ্য নিয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সর্বপ্রথম অনার্স ব্যাচ কর্তৃক প্রবর্তিত সনদ ও বৃত্তি প্রদান (৫ম বছর) অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চবি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এ কথা বলেন।
ভিসি আরো বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী একটি বিভাগ। এ বিভাগে দেশের খ্যাতনামা ও প্রথিতযশা শিক্ষকরা শিক্ষকতা করে বিভাগের সম্মান ও মযার্দা বৃদ্ধি করেছেন। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত থেকে এ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। তিনি চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে এ বিশ্ববিদ্যালয়ে চলমান অ্যাকাডেমিক পরিবেশ ও সার্বিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করে বলেন, ‘জুলাই-আগস্ট গণ-আন্দোলনের পর এ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেয়া নতুন প্রশাসন শিক্ষার্থীদের সব সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে নিরলসভাবে কাজ করছে, যা ইতোমধ্যেই দৃশ্যমান হয়ে সব মহলের প্রশংসা কুড়িয়েছে।’ তিনি বিভাগের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম মাহফুজুল হকের (মাহফুজ পারভেজ) সভাপতিত্বে এবং ওই বিভাগের প্রফেসর ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো: মনোয়ার কবীর। এ ছাড়াও অনুষ্ঠানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আমেরিকা হ্যান্ডারসন স্টেট ইউনিভার্সিটি প্রফেসর এমেরিটাস ড. হারুন এ খান, সৌদি আরব মার্সিডিজ বেঞ্চের অবসরপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার আবুল কাশেম মোহাম্মদ সালেহ, কুয়েত এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত রিজিওনাল সেলস ডাইরেক্টর মোহাম্মদ আবু ইউসুফ ও চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল শহীদুল আমিন চৌধুরী। অনুষ্ঠানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী জনতা ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত এ জি এম আবদুল মালেক, অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত এ জি এম রেজাউল করিম চৌধুরী, ট্যালেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সরদার মফিজুল ইসলাম চৌধুরী ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সমন্বয়ক (অবসরপ্রাপ্ত) জি এম মোবিন-উল-হক এবং চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা