ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল শাখার অধীন মেহেন্দিগঞ্জ উপশাখা গত রোববার বরিশালের মেহেন্দিগঞ্জে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো: সরোয়ার হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখা প্রধান মো: নুরুজ্জামান। গ্রাহক ও অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন- ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, খোকন গাজী ও মাহবুব আলম তালুকদার, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সমাজসেবক মো: সফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ও গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র মো: কামাল উদ্দিন খান ও সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আ: রাজ্জাক খান এবং সাংবাদিক জাহেদুল বারি খোকন। ধন্যবাদ জ্ঞাপন করেন মেহেন্দিগঞ্জ উপশাখা ইনচার্জ মো: রাকিবুল হাসান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা